উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ই জুলাই ২০২১ : রবিবার : কোপা অ্যামেরিকা কাপের আর্জেন্টিনা জেতার পর জলপাইগুড়ি সেনপাড়া মিলন বেকারী রোড এলাকায় আজেন্টিনা সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা গেল। এরপর জলপাইগুড়ি শহরে ঢাক-ঢোল বাজিয়ে র্যালী করতে দেখা যায় সমর্থকদের।