উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১১ই জুলাই ২০২১ : রবিবার : পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন পাহাড়পুর যুব তৃণমূল ও সদর তৃণমূল কংগ্রেসের। জলপাইগুড়ি পাহাড়পুর এলাকার পেট্রোল পাম্পে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন পাহাড়পুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি লুতফর রহমান, সদর-২ তৃণমূল কংগ্রেসেরএর সহ সভাপতি সমীর দাস, পাহাড় পুর যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিকাশ বসাক, সদর-২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ সেন প্রমূখ।