উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : চালসা : ১৯শে জুলাই ২০২১ : সোমবার : বনবস্তি এলাকা থেকে ১৮ ফিটের কিং কোবরা সাপ উদ্ধার করা হলো। সোমবার বিকেলে মেটেলি ব্লকের মূর্তি ফিরেস্ট ভিলেজ এলাকার একটি ধান ক্ষেতে ওই সাপটি দেখতে পায় স্থানীয় মানুষ। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পরে ওই এলাকায়। খবর পেয়ে এলাকায় আসেন গরুমারা নর্থ রেঞ্জের বনকর্মীরা। বনকর্মী তন্ময় চক্রবর্তী, রোহিত খেরিয়া স্থানীয় জনগণের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বস্তাবন্দি করে নিয়ে যায়। সাপটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা ছেড়ে দেওয়া হয়।