উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৩শে জুলাই ২০২১ : শুক্রবার : অতিমারির মাঝে দুশ্চিন্তা বাড়াচ্ছে সোয়াইন ফ্লু। এই রোগের বাহক শুকর ধরতে জলপাইগুড়ি শহরে অভিযান শুরু করলো পুরসভা। সাফাই বিভাগের কর্মীদের নিয়ে অভিযানের নেতৃত্ব দেন প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। ধরা হয় একাধিক শুকর। করোনার মাঝে সোয়াইন ফ্লু যাতে মাথা চাড়া দিতে না পারে তার জন্য নিয়মিত অভিযান চলবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

