উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২৮শে জুলাই ২০২১ : বুধবার : (সংবাদ দাতা : বিশ্বজিৎ মন্ডল ) : ফের ব্রাউন সুগার উদ্ধার মালদায়। পাচারের আগেই ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো মলয় মন্ডল এবং সৌরভ মন্ডল। তাদের দুজনেরই বাড়ি কালিয়াচক এলাকায়। মঙ্গলবার রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহদীপুর এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় ২৬৩ গ্রাম ব্রাউন সুগার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
