উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৪ ই সেপ্টেম্বর ২০২১ : মঙ্গলবার : গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে নামেন ময়নাগুড়ি থানার পুলিশ। এদিন জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
ময়নাগুড়ি পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশ। এদিন ময়নাগুড়ির সাপ্টিবাড়ি এলাকা থেকে জুয়ার বোর্ডের আসর থেকে তিন জনকে আটক করে পুলিশ। বোর্ডের আসরে থাকা বাকি সবাই পালাতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ১৮ হাজার টাকা সহ তাদের আটক করে পুলিশ। ধৃত ওই তিনজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
