উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৬ শে সেপ্টেম্বর ২০২১ : রবিবার : জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের খেত মজদুর ইউনিয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ময়নাগুড়ির কল্যাণ সাহা।
জানা গেছে, তৃণমূল কংগ্রেসের খেত মজদুর ইউনিয়নের জেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পান ময়নাগুড়ির সুভাষ নগরের বাসিন্দা কল্যাণ সাহা। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের খেত মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু কল্যাণ বাবুকে এই দায়িত্ব দেন। এই দায়িত্ব পেয়ে খুশি কল্যাণ সাহা। তিনি বলেন, এর জন্য আমি কৃতজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি এবং আমাদের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর কাছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দিদির আদর্শকে মেনে মানুষের সেবা করবার পূর্ণ চেষ্টা চালাবো।