উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : লাটাগুড়ি : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : জলপাইগুড়ি পুরসভার ১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর জননেতা শেখর ব্যানার্জীর নেতৃত্বে নবনিযুক্ত জেলা সভানেত্রী মহুয়া গোপকে তাহার লাটাগুড়ির বাসভাবনে সংবর্ধনা দেওয়া হলো l উপস্থিত ছিলেন শেখর ব্যানার্জী সহ সকল তৃণমূল কর্মীগণ।