উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১ লা অক্টোবর ২০২১ : শুক্রবার : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ময়নাগুড়ি ডিপো পরিদর্শন করলেন এন.বি.এস.টি.সি.-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন ময়নাগুড়ি ডিপোতে এসে সংস্থার চেয়ারম্যান চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন ময়নাগুড়ি সরকারি বাস ডিপোর অনেক সমস্যা আছে সেগুলি কি করে সূরাহা করা যায় তার দিকে নজর দেওয়া হবে।
এছাড়াও বিভিন্ন বাস রুটে যে সকল বাসগুলি বন্ধ আছে সেগুলি চালু করার ব্যাপারে উদ্যোগ নেবেন বলে তিনি জানান। এছাড়াও ডিপোর প্রায় সাত-আট কাঠা জমি বেদখল হয়ে গেছে সেগুলি আইনমাফিক উদ্ধার করা হবে। প্রয়োজনে সেই সব জায়গায় ব্যবসায়ীদের জন্য স্টল খুলে দিয়ে তাদের কাছ থেকে মাসিক ভাড়া নেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে কিছু নতুন গাড়ি দেওয়া হবে এই ডিপোতে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন.বি.এস.টি.সি.-র দায়িত্বে থাকা প্রাক্তন ময়নাগুড়ি বিধায়ক অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভম রায় বসুনিয়া, সহ-সভাপতি ঝুলন সান্যাল, ময়নাগুড়ি বার্নিশ সমবায় সমিতির চেয়ারম্যান মনোজ রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে অনন্ত দেব অধিকারী ডিপোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সেই সঙ্গে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এর কাছে সমস্যাগুলো তুলে ধরেন।