উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ৪ ঠা অক্টোবর ২০২১ : সোমবার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন কলেজে শুরু হয়েছে ভ্যাকসিন প্রক্রিয়া। ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় ভ্যাকসিন ক্যাম্প জেলা স্বাস্থ্য দপ্তর এবং ধুপগুড়ি পৌরসভার উদ্যোগে এই ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করা হয়।
ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হওয়ার সময় বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে উপস্থিত হন পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ এবং উপস্থিত ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় অধ্যখ ড: নিলাংশু শেখর দাস। ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, সোমবার ধুপগুড়ি পৌরসভার উদ্যোগে সুকান্ত কলেজ এর প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে ভ্যাকসিন প্রদান করা হল। পরবর্তীতে কলেজে ধাপে ধাপে সমস্ত ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানা গেছে।