উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১৫ ই অক্টোবর ২০২১ : শুক্রবার : ময়নাগুড়ির দূর্গাবাড়িতে বিষাদের ছায়া। তিথি অনুযায়ী, এদিন সকাল সকালই দশমী পুজো সম্পন্ন হয়েছে বহু মণ্ডপে। নবমীর রাতের উচ্ছ্বাসে মাতোয়ারা বাঙালি শুক্রবার সকাল থেকেই বিজয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। বিসর্জনের আগে সিঁদুর খেলা। সেই কারণে মণ্ডপে মণ্ডপে তোড়জোড় চলছে। অনেকেই আবার মাকে বিদায় জানাতে চোখের জলে ভাসছে। এমনেই চিত্র দেখা গেল ময়নাগুড়ির দূর্গাবাড়িতে।
সেখানে মহিলারা এসেছেন মাকে বিদায় জানাতে। তারা জানান, প্রতি বছর তারা মাকে বিদায় জানাতে ময়নাগুড়ির দূর্গাবাড়িতে হাজির হন। সেই সাথে চলে সিঁদুর দান পর্ব মায়ের পায়ের সিঁদুর ছূইয়ে, মাকে মিষ্টিমুখ করিয়ে একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেন মহিলারা সেই সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করেন, যাতে সারা বছর তারা ভালো থাকে। সেই সঙ্গে সকল স্তরের, মানুষের মঙ্গল কামনা করে, মা দুর্গার কাছে। এছাড়াও মায়ের কাছে কামনা করেন মহামারী করোনা যাতে চিরতরে নির্মূল হয়ে যায় এবং সকলেই যেন সুস্থ থাকে। তবে বিজয়া দশমীর দিনও খাদ্য রসিক বাঙালি কিন্তু বাজারমুখী। শহরের বিভিন্ন মিষ্টির দোকানেও ভিড় চোখে পড়ার মতো।