উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি-ময়নাগুড়ি : ২৫ শে অক্টোবর ২০২১ : সোমবার : রবিবার রাতে অরুণাচল প্রদেশ হয়ে ভায়া ধুবড়ি জেলার আসাম হয়ে গুজরাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ২ টি হাতি। আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি তিস্তা ব্রিজ চেকপোস্টের কাছে হাতি সহ আটক করে গাড়িটিকে। চারজনকে আটক করেছে জলপাইগুড়ি বনদপ্তর। কাগজপত্র বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে জানান রাহুলদেব মুখারজি এ.ডি.এফ.ও. জলপাইগুড়ি ডিভিশন।

