উত্তরবঙ্গ নিউজ : মালবাজার : ৭ই ডিসেম্বর ২০২১ : মঙ্গলবার : নাগরাকাটার একলব্য মডেল আবাসিক স্কুল পরিদর্শন করে গেলেন রাজ্যের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক। মঙ্গলবার তিনি স্কুলটিতে আসেন। কথা বলেন স্কুলের অধ্যক্ষ মেজর অমরজিৎ সিং চৌহান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সাথে। স্কুলের পরিবেশ, নিয়ম শৃঙ্খলা ও পঠন-পাঠনের মান দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
অধ্যক্ষ তাকে স্কুলের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানান। পরে মন্ত্রী বলেন, গোটা উত্তরবঙ্গের মধ্যে নাগরাকাটার একলব্য মডেল স্কুলটি একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা যে সমস্ত সমস্যা ও উন্নয়নের জন্য আরও নানান পরিকল্পনার কথা জানিয়েছেন সে সব নিয়ে দপ্তরে আলোচনা হবে। লকডাউনের পর স্কুল খুলেছে। পরিস্থিতি খতিয়ে দেখতেই এই আসা। মাঝেমধ্যেই আসবো। উল্লেখ্য ইংরেজি মাধ্যমের একলব্য মডেল স্কুলটি অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দপ্তরের মাধ্যমেই পরিচালিত হয়। সেখানে যারা পড়াশোনা করে প্রত্যেকেই তফশিলী উপজাতি সম্প্রদায়ের। মূলত উওরবঙ্গের চা বাগানের ছেলে-মেয়েরাই এখানে পড়াশোনা করে। এদিন স্কুলের অধ্যক্ষ সেখানকার শিক্ষক-শিক্ষিকাদের জন্য কোয়ার্টার তৈরি করে দেওয়ার প্রস্তাব মন্ত্রীর কাছে রাখেন। উপস্থিত ছিলেন নাগরাকাটার বিডিও বিপুল কুমার মন্ডল।
