উত্তরবঙ্গ নিউজ : মালবাজার : ১১ই ডিসেম্বর ২০২১ : শনিবার : বড়দিনের আগে শতাধিক শিশু কিশোরদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তাদের হাতে উপহার তুলে দিলো শ্যাম স্টীল নামে একটি ইস্পাত নির্মানকারী সংস্থা।
শীতকালীন উৎসবের অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে প্রতিটি জেলায় এভাবেই আগামী ক্রিসমাস পর্যন্ত ‘হ্যাপিনেস আনলিমিটেড’ নামে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের হাতে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে বলে সংস্থার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দায়িত্বপ্রাপ্ত মার্কেটিং ম্যানেজার অঙ্কন দাস জানিয়েছেন। তিনি বলেন, এর আগে করোনা কালে সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ র অঙ্গ হিসেবে শিলিগুড়ি সহ সংলগ্ন একাধিক স্থানে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
একাধিক স্কুলে ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ, সিলিং ফ্যান দেওয়া হয়েছে। এবছর রাজ্যের প্রতিটি জেলার বাছাই করা স্থানে শিশু-কিশোরদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে স্কুল ব্যাগ, কলম, পেন্সিল সহ হাত ও পায়ের মোজা, মাফলার, গরম চাদর এবং খাবারের প্যাকেট তুলে দেওয়া হলো। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বিধানপল্লি দূর্গামন্দিরে পরিবেশপ্রেমী সংগঠন ন্যাস’র সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে এই এলাকার সমস্ত ডিস্ট্রিবিউটর সহ শ্যাম স্টীলের কর্মকর্তা রাহুল কোঠারি, ন্যাস’র সভাপতি বিশ্বজিৎ নন্দী, সম্পাদক নফসর আলি প্রমুখ উপস্থিত ছিলেন।