উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : বানারহাট : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : এবারে অভিযুক্ত সেই সরকারি কর্মচারীর পাশে দাঁড়ালেন তার স্ত্রী। শুধু তাই নয় স্বামীর সঠিক বিচার পাইয়ে দিতে প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ১০ ই ফেবরুয়ারী জলপাইগুড়ি বানারহাট ব্লকে বিডিও অফিস চত্বরে বিডিও অফিসের কর্মচারী মোঃ আবুল কাদের ও শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সহায়ক আয়ুব হোসেনের মধ্যে বাক্বিতন্ডা শুরু হয় এরপরই জয়েন্ট বিডিওর সামনে আয়ুব হোসেন মোঃ আবুল কাদেরকে মারধর করেন বলেন অভিযোগ। এরপরই দুই পক্ষের অভিযোগ শুনে ঘটনার মীমাংসাও করে দেন বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস এমনটাই জানিয়েছ আয়ুব হোসেনের স্ত্রী সুরাইয়া বানু। কিন্তু এরপরেও ১১ তারিখ সকাল হতেই আচমকা আব্দুল কাদের ও তার স্ত্রী বানারহাট থানায় আয়ুব বাবুর বিরুদ্ধে একগুচ্ছ মিথ্যে অভিযোগ তুলে অভিযোগ দায়ের করেন বলে তিনি দাবী করেন। ঘটনায় আয়ুব হোসেন মানসিক ভাবে ভেঙে পরে চাপ সহ্য করতে না পেরে শুক্রবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন বলেন জানান তার স্ত্রী। এদিন সকালে পাল্টা আব্দুল কাদের এর বিরুদ্ধে আয়ুব হোসেনকে দু-বছর ধরে মানসিক ভাবে নির্যাতন ও হেনস্তা সহ বিভিন্ন সময় ফোন করে অকথ্য ভাষায় হুমকি ও গালিগালাজের অভিযোগ তুলে শাস্তির দাবিতে পাল্টা বিডিও অফিসে ও বানারহাট থানায় মামলা দায়ের করেন।
ঘটনা প্রসঙ্গে আয়ুব হোসেনের স্ত্রী সুরাইয়া বানু বলেন, দু-বছর ধরে আবদুল কাদের আমার স্বামীকে মানসিক ভাবে নির্যাতন ও হেনস্তা করে আসছেন ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে আমি ফোন রিসিভ করলে আমাকে পর্যন্ত গালাগাল করে। গত ১০ তারিখ আমার স্বামী তার সঙ্গে কথা বলে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দুজনের মধ্যে ঝামেলা বাঁধে তার মীমাংসা বিডিও সাহেব করে দেন। সকল হতেই আব্দুল কাদের তার পরিবারকে নিয়ে থানায় গিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমের সামনে মিথ্যে কথা বলতে শুরু করে। এইপরই আমার স্বামী মানসিক ভাবে ভেঙে পড়ে রাত দু’টার সময় আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর আমি আমার অসুস্থ শাশুড়ি আমার ছোট বাচ্চাকে নিয়ে অসহায় বোধ করছি। এরপর আমি থানায় অভিযোগ জানিয়েছি। এখানে বিচার না পেলে আমি মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত ছুটে যাবো। বানারহাট থানা সূত্রে জানানো হয়েছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।