উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ১৩ ফেব্রুয়ারী ২০২২ : রবিবার : পাড়ার মেয়ে যুথিকা রায় বাসুনিয়া নেমেছে পাড়ার প্রার্থী হিসেবে। তাই তার কাছে রাজনৈতিক সিমবল কোন ইসু হতে পারে না।
যে কোন সিমবলেই দাড়ালে তার জয় অনিবার্য, এমন টাই মনে করছেন তিনি। তাই সকাল থেকেই শুরু করে দিয়েছেন প্রচার। মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুধু মুখটা দিখিয়েই তার প্রচার হয়ে যাচ্ছে বলে ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী যুথিকা রায় বাসুনিয়া জানিয়েছেন।
অন্য দিকে এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৃহবধূ মানুসি বিশ্বাস রায় নির্বাচনী প্রচারে সকাল থেকেই বাড়ি বাড়ি পৌছে শুরু করে দিয়েছেন। দলীয় কর্মীদের নিয়ে ওয়ার্ডের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতেই তিনি একশো ভাগ আশাবাদী।