উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৯ ই ফেব্রুয়ারী ২০২২ : শনিবার : দেশের উন্নতিতে পদযাত্রায় সামিল হয়েছে বিহারের ৫ ব্যাক্তি। পায়ে হেটে গোটা ভারতবর্ষ ঘুরে বেরাবেন এই পাঁচ জন।
বিজয় কুমার, বিহার রাজ্যের পাটনার বাসিন্দা। দেশে ব্যবস্থার পরিবর্তন, বেকার যুবকদের ভাতা সহ সাত দফা দাবীতে ২৬ জানুয়ারী বিহারের পাটনা থেকে পদযাত্রা শুরু করেন। দেশের স্বার্থে সারা দেশ পায়ে হেটে ঘুরবেন তারা। সামাজিক কার্য্যকর্তা পবন কুমার বলেন, পায়ে হেটে বিহারের বিভিন্ন জেলা ঘুরে এই ঠান্ডায় গ্যাংটক যাই। সেখানে তাদের দাবী নিয়ে দুইদিন অনশন করেন। সেখান থেকে জাতীয় সড়ক ধরে আসামের উদ্দেশ্যে পায়ে হেটে রওনা দেন। শনিবার ওদলবাড়ি, মালবাজার, হয়ে চালসায় পৌছায়। জায়গায় জায়গায় ঐ পাঁচ জনকে স্বাগত জানানো হয়, তাদের মনোবল বাড়াতে। বিজয় কুমার বলেন সারা দেশের পরিবর্তন করতে হবে। পঞ্চায়েত থেকে সংসদ সব ক্ষেত্রে যুবদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষন করতে হবে। বেকার যুবকদের বেকার ভাতা দিতে হবে। রাজনীতিতে কর্মচারীদের মত অবসরের বয়স নির্দিষ্ট করতে হবে। সাংসদ ও রাজনৈতিক নেতাদের পেনশন বন্ধ করতে হবে। সরকারের অর্থে নির্বাচন করতে হবে। নেশানুক্ত ভারত গঠন সহ বিভিন্ন দাবী নিয়ে তারা ভারত ভ্রমন করছেন পায়ে হেটে। এই পদযাত্রায় মানুষের ভালবাসা ও সমর্থন পেয়েছেন। সরকারের দৃষ্টি এই বিষয়ে আকর্ষিত করতে এই পদযাত্রা বলে তারা জানান।