উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৭ ই মার্চ ২০২২ : সোমবার : জল্পেশ মেলার একটি ছোট দোকানে আগুন লাগার ঘটনা ঘটলো। আর এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা মেলা চত্বরে। জানা গেছে, উত্তরবঙ্গের সর্ব বৃহৎ শৈব তীর্থ জল্পেশ মেলায় রবিবার মেলা প্রবেশ পথের এক দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। আর এই খবর পেয়ে দ্রুত ছুটে আসে ময়নাগুড়ির দমকল কর্মীরা। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো জল্পেশ মেলা।
উল্লেখ্য, শিব রাত্রি উপলক্ষ্যে দশদিন ব্যাপী চলছে জল্পেশ মেলা। জেলা পরিষদের পক্ষ থেকে এই মেলার জন্য রাখা হয়েছে সরকারি স্টল। নিরাপত্তার জন্য পুলিশ, মেডিক্যাল টিম, দমকল সহ বিভিন্ন অস্থায়ী প্রশাসনিক কার্যালয় তৈরি করা হয়েছে। যার জেরেই খুব দ্রুত পৌঁছে যায় দমকল কর্মীরা। দমকল সূত্রে খবর, ওই দোকানদারের নাম গণেশ বর্মন। তিনি গ্যাস সিলিন্ডারের সাহায্যে ভাজা পোড়ার দোকান চালাতেন। হঠাৎ এই আগুন লাগায় তিনিও অবাক হয়ে যান। পরে দমকলের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।