উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৮ ই মার্চ ২০২২ : মঙ্গলবার : এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এক গ্রামে।
নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাড়ির টিউবয়েলে হাত মুখ ধোয়ার জন্য গেলে প্রতিবেশী এক ব্যক্তি সেই নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি বাড়িতে আর কেউ না থাকায় বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে নিয়ে যায় বলেও অভিযোগ। এই অবস্থায় নাবালিকাটি চিৎকার করলে বাড়ির লোক এবং প্রতিবেশীরা ছুটে আসলে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। এরপর নাবালিকাটিকে বাড়িতে নিয়ে এলে সমস্ত ঘটনা খুলে বলেন। মঙ্গলবার এই পুরো ঘটনাটি ময়নাগুড়ি থানায় লিখিত ভাবে জানায় নাবালিকার পরিবার। জানা গেছে, ঘটনার পর থেকেই পলাতক ওই ব্যক্তি। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।