29.1 C
New York
Monday, July 7, 2025

Buy now

spot_img

পদ্মশ্রী করিমুল হক এর বাড়িতে পৌছে গেল এন.এস.এস. এর ছাত্র-ছাত্রীরা ও অধ্যাপক-অধ্যাপিকাগণ।

উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৯ ই মার্চ ২০২২ : বুধবার : ময়নাগুড়ি কলেজের এন.এস.এস. প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ইউনিট ছাত্র-ছাত্রীরা সহ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাগণ উপস্থিত হয় পদ্মশ্রী করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদার বাড়িতে। এদিন কলেজের ছাত্র-ছাত্রীরা বাইক অ্যাম্বুলেন্স দাদাকে উত্তোরিয়ো এবং ফুলের তোরা দিয়ে সম্বর্ধিত করেন।

ছাত্র-ছাত্রী ও  কলেজ কর্তৃপক্ষ বাইক অ্যাম্বুলেন্স দাদার এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের শুকনো খাবার চকলেট, বিস্কুট, কেক বিতরণ করেন, সেই সঙ্গে দুস্থ বাচ্ছাদের জামা কাপড় দেওয়া হয়। এন এস এস ছাত্র ছাত্রীরা  দুস্থ বাচ্ছাদের খাতা কলম  প্রয়োজনীয় বই  বিতরণ করেন ও  বাচ্ছাদের  পাঠদান দেন । এন.এস.এস. বিভাগের অধ্যাপক জানালেন যে আমাদের উদেশ্য বাইক অ্যাম্বুলেন্স দাদার আদর্শ কে সামনে রেখে বাস্তব জীবনে আমাদের ছাত্র-ছাত্রীরা মানব সেবায় নিজেকে নিয়োজিত করেতে পারেন, সেই লক্ষে আজকে আমরা বাইক অ্যাম্বুলেন্স দাদার বাড়িতে এসেছি। পদ্মশ্রী করিমুল হক বলেন, ময়নাগুড়ি কলেজের ছাত্র ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকা এসেছেন আমার গ্রামের দুস্থ বাচ্চাদের সহায়তা করতে, আমি কলেজ কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই। দুস্থ বাচ্ছাদের পাশে কলেজের পক্ষ থেকে সহায়তা পাওয়ায় সকলে খুশি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!