উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৯ ই মার্চ ২০২২ : বুধবার : কুনকি হাতিকে জঙ্গল থেকে আনতে যাওয়ার পথে চিতাবাঘের হামলায় মারাত্মক জখম হলেন বন দপ্তরের এক পাতাওয়ালা। মালবাজার মহকুমার গরুমারা জাতীয় উদ্যানে ঘটনা। আর এতেই পাতাওয়ালাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। আহত পাতাওয়ালার নাম রাম বাহাদুর ভুজেল। তাঁর বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ায়। বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মি।
স্থানিয় সুত্রে জানা গেছে, প্ৰতিদিনের মতো এদিনও রাম বাহাদুর গরুমারার সাউথ এক নম্বর কম্পার্টমেন্টে একটি কুনকি হাতিকে নিয়ে গিয়েছিলেন। জঙ্গলের ওই এলাকাটি মূর্তি নদী লাগোয়া। সেখানে কুনকিরা স্নান করে। সকালে ছেড়ে দিয়ে দুপুরে ওই হাতিদের ফের পিলখানায় ফেরত নিয়ে আসা হয়। মাঝের এই সময়টুকু পাতাওয়ালারা আশপাশেই অপেক্ষা করেন। এদিন একটি কুনকিকে আনতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঘাসের ঝোঁপ থেকে একটি চিতাবাঘ অতর্কিতে ওই পাতাওয়ালার ওপর হামলা চালায়। পেছন থেকে ঝাঁপিয়ে পড়ার কারনে রামবাহাদুরের পক্ষে প্রতিরোধ গড়া সম্ভব হয় নি। চিতাবাঘটি তাঁর ওপর হামলা চালাতেই সাথে থাকা অন্য পাতাওয়ালারা চিতকার চ্যাঁচামেচি শুরু করেন। এরপর চিতাবাঘটি চম্পট দেয়। জখম অবস্থায় রামবাহাদুরকে উদ্ধার করে প্রথমে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। রামবাহাদুরের মাথায় ও মুখে চিতাবাঘটি থাবা বসায়। বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।