উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি মহুয়া গোপ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করায় কলকাতা থেকে এন.জে.পি. স্টেশনে রাত ১১ টায় নামলে ক্রান্তি ব্লক সভাপতি মেহেবুব আলমের নেতৃত্বে শতাধিক কর্মী-সমর্থক উষ্ণ স্বাগত জানায়। মহুয়া দেবী এন.জে.পি. স্টেশনে শতাব্দী এক্সপ্রেস ট্রেন থেকে নামলে কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকেন।
পুনরায় জেলা সভানেত্রী ঘোষণার পরে জেলার পা রাখার পরে প্রথম প্রতিক্রিয়ায় জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জেলার সভানেত্রী করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং দলনেত্রীর নির্দেশে জেলার তিন পৌরসভা বোর্ড গঠন করে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের সংগঠন মজবুত করতে সচেষ্ট হবেন।