উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১১ ই মার্চ ২০২২ : শুক্রবার : নব গঠিত ময়নাগুড়ি পৌরসভার বোর্ড গঠন হবে আগামী ১৭ ই মার্চ। এমনটাই খবর পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে।
উল্লেখ্য, ময়নাগুড়িকে পৌরসভায় উন্নীত করেছেন বর্তমান রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়। পৌরসভা তৈরি করে দিলেও বাকি ছিলো গণতান্ত্রিক পদ্বতিতে নির্বাচন লড়ে বোর্ড গঠন করা। গত ফেব্রুয়ারী মাসের ২৭ তারিখ হয় ময়নাগুড়ির পৌর নির্বাচন। সেই নির্বাচনে ময়নাগুড়ির ১৭ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হয় ১৬ টি আসনে এবং ১ টি আসন পায় নির্দল প্রার্থী। সুতরাং ময়নাগুড়ি পৌরসভার দখল শাসক দলের হাতেই। নির্বাচনের ফল ঘোষণা হয়ে কাউন্সিলর হলেও বাকি এখনও অনেক কাজ। এখনও বোর্ড গঠন সম্ভব হয়নি। ইতিমধ্যেই বাকি রয়ে গেছে নব গঠিত পৌরসভার চেয়ারম্যান ঘোষণা। যদিও এই বিষয়ে এখনও কোনো সম্পূর্ণ তথ্য মেলে নি দলীয় সূত্রে। তবে মার্চ মাসের আগামী ১৭ তারিখ বৃহস্পতিবার গঠন হবে ময়নাগুড়ি পৌরসভার বোর্ড। এমনটাই জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এই বিষয়ে ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, আগামী ১৭ই মার্চ ময়নাগুড়ি পৌরসভার বোর্ড গঠন করা হবে। আমরা ময়নাগুড়ি পৌরসভার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর। রাজ্যের মুখ্যমন্ত্রী ময়নাগুড়িবাসীর স্বপ্নকে পূরণ করেছেন। আমরাও ময়নাগুড়ি পৌরসভার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে দিদির হাতে পৌরসভা তুলে দিতে পেরেছি। তাই আমরা কৃতজ্ঞ।