উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১২ ই মার্চ ২০২২ : শনিবার : সশস্ত্র তিন জনের একটি ডাকাতদল পাকড়াও হলো। বড়সড় ডাকাতির ছক্ বানচাল করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।
উদ্ধার হয়েছে লোহার রড, দা, বল্লম। এই ডাকাত দল বড় ধরনের ডাকাতির উদ্দেশ্যে হরিশ্চন্দ্রপুর পিপলা আমবাগানে একত্রিত হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম সেখ খলিল (৪০), নরহরি দাস (২২), রবিউল সেখ (২১)। এদের বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। শুক্রবার গভীর রাতে খবর পেয়ে হানা দেয় পুলিশ। হরিশচন্দ্রপুর থানার আই সি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, ধৃত ডাকাত দলকে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।