উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : বানারহাট : ১২ ই মার্চ ২০২২ : শনিবার : ভালো বেশে পাত্রকে বিয়ে করতে এসে ছিল। পাত্রী নাবালিকা, তাই বিয়ে আটকে গেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বানারহাট ব্লকের দুরামারিতে।
জানা গিয়েছে, বানারহাটের স্কুল পড়ুয়া এক নাবালিকা ছাত্রী বাড়ি থেকে বেড়িয়ে তার পছন্দের পাত্রকে বিয়ে করতে পাত্রের বাড়িতে এসে হাজির হয়েছিল। ধুমধাম করে পাত্রে বাড়িতে বিয়ের আয়োজনও করা হয়ে ছিল। তবে বাধ সাধলো বানারহাট থানার পুলিশ। পাত্রী যে নাবালিকা, এই খবর পাওয়া মাত্রই স্থানীয় ভিলেজ পুলিশ বুলবুল এসে বাকি বিয়ের আয়োজন আটকে দিলো। এর পরে বিয়ে আটকে গেলেও নাবালিকা নিজেই জানালো, এক বছর পর তার বয়স ১৮ হলে, সে আবার এই বাড়িতে নববধূ বেশে আসবেন। তখন আর তাকে আটকানোর কেউ থাকবেন না, বা কেউ আটকে রাখতেও পারবে না।