উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ১২ ই মার্চ ২০২২ : শনিবার : পশ্চিমবঙ্গ পেনশনারস ওয়েলফেয়ার সমন্বয় সমিতির সাধারণ সভা এবিপিটিএ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভা থেকে সারা ভারত ধর্মঘটের সমর্থনে প্রস্তাব গৃহীত হয়। এছাড়া কেন্দ্রীয় হারে ডি.এ. প্রদান, ই.পি.এস. পেনশনারসদের পেনশন ন্যুনতম আট হাজার টাকা করা, ওষুধের দাম কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় সভামঞ্চ থেকে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক দীপক রায় চৌধুরী।