উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ১৪ ই মার্চ ২০২২ : সোমবার : রবিবার রাতে দুটি পৃথক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো চার জন। এদের মধ্যে একজন মহিলাও রয়েছে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ওদলাবাড়ি চা-বাগান এলাকায়। একটি বাইকে তিনজন ওদলাবাড়ি বাজার থেকে চা-বাগানের দিকে যাচ্ছিলো। ওদলাবাড়ি চা-বাগান মোড়ের কাছে নিয়ন্ত্রন হাড়িয়ে ছিটকে পড়ে বাইকটি। আর এতেই ররক্তাক্ত হয় এক মহিলা সহ তিন জন। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানেই তাদের চিকিৎসা হয়। সকলের বাড়ি ওদলাবাড়ি চা-বাগান এলাকায় বলে জানা গেছে। আহতদের বক্তব্য বাইকটি রাজ্য সড়কে পিছলে গেলেই এই দুর্ঘটনা ঘটে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দক্ষিন ওদলাবাড়ি এলাকায়। এদিন বর্মন পাড়ার এক যুবক বাইক নিয়ে দক্ষিন ওদলাবাড়ির দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মধ্যে ছিটকে পড়ে। স্থানীয় মানুষ আহত যুবককে উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। যুবকের মাথায় গুরুতর আঘাত রয়েছে।
বারেবারে প্রশাসনের পক্ষ থেকে সেফ-ড্রাইভ সেভ-লাইফ অনুষ্ঠান করলেও, কোন ভাবে দুর্ঘটনা কমানো যাচ্ছে না। বিশেষ করে গত কয়েকদিন যাবৎ ওদলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে।