উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২৪ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : সাম্প্রতিক রামপুরহাট গণহত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ধিক্কার মিছিল করলো বিজেপির মাল টাউন মণ্ডল কমিটি। এদিন মিছিলটি দলীয় অফিস থেকে বেড়িয়ে শহর পরিক্রমা করে মাল বাসস্ট্যান্ডে পৌঁছয়। সভাপতি নবীন সাহা বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার ভীষণ অবনতি হয়েছে। আমরা চাই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এদিনের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকেশ নন্দী, দেবাশিস পাল, সুমন সিকদার, বিপ্লব ঘোষ, কাউন্সিলার সুশান্ত সাহা প্রমুখ।