উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধুপগুড়ি : ২৪ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে সাঁকোয়াঝোরার নিকিতা এবং গাদং অঞ্চলের রুকাইয়া।
জানা যায় শিশুদের নিয়ে আয়োজিত জাতীয় কিক বক্সিং চাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে ২৪ শে মার্চ বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন রাধা বাড়ি সেনাবাহিনী ক্যাম্পে। সেখানে অনুষ্ঠিত আসরে অনূর্ধ্ব ১০ বিভাগে নামবে ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিক পাড়ার নিকিতা রায়এবং গাদং অঞ্চলের বাসিন্দা রুকাইয়া নাসরিন। প্রশিক্ষক রতন রায় ও রফিকুল ইসলাম আশাবাদী নিকিতারা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে। জানা যায় পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ধুপগুড়ি থেকে আরও ছয় জন রাধা বাড়িতে এই প্রতিযোগিতায় অংশ নেবে। আয়োজকদের পক্ষে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় বলেন দেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা অংশ নেবে। এখানে যারা নির্বাচিত হবে তাঁরা পরবর্তীতে ইতালিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। শিলিগুড়ি সংলগ্ন রাধাবাড়ি সেনাবাহিনীর ক্যাম্পে ইনডোরে আয়োজন করা হয়েছে এই জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতা।