উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ২৪ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : বিগত কয়েক সপ্তাহ থেকেই জলপাইগুড়ি শহরে মাদকের বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ বাড়ছিল পৌর নাগরিকদের মনে, যার আঁচ পেয়ে ইতিমধ্যে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ সুপারকে শহরকে ড্রাগসের বিষাক্ত ছোবলের হাত থেকে রক্ষা করার আবেদন জানানো হয়েছিল। তারই ফলস্বরূপ বৃহস্পতিবার বিকেলে কোতয়ালী থানার সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করে লালটি পাসওয়ান নামে এক মহিলা ড্রাগস কারবারীকে।
এরপরেই রাতে শহরের বিভিন্ন অনুমোদিত ওষুধ বিক্রেতাদের সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন কোতয়ালী থানার আই.সি. অর্ঘ্য সরকার। এই বৈঠকে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনো ধরনের ওষুধ বিক্রি না করা হয় তার আবেদন করা হয়। এই প্রসঙ্গে ওষুধ বিক্রেতাদের সংগঠনের সদস্য নোবেন্দু দাস পরিস্কার ভাবে জানিয়ে দেন আমাদের কোন সদস্য ওষুধ ব্যবসায়ী বিনা প্রেসক্রিপশনে কোনো ওষুধ বিক্রি করে না, কারণ প্রতিটি সাংগঠনিক সভায় আমরা এই বিষয়ে সদস্যদের সতর্ক করে থাকি।