উত্তরবঙ্গ নিউজ : মালদা : ২৯ শে মার্চ ২০২২ : মঙ্গলবার : মুখ্যমন্ত্রীর নির্দেশ এর পরেই মালদা জেলা পুলিশের অভিযান অব্যহত।
গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার পুলিশ খোয়া মোড় থেকে এক রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আটক যুবকের নাম শিবনাথ বসাক, বাড়ি ইংরেজবাজার এর বাগবাড়ি এলাকায়।
অন্যদিকে ইংরেজবাজার থানার দামোদর পুর এলাকা থেকে চারজন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। একটি ওয়ান শাটার, এক রাউন্ড কার্তুজ সহ চারটি ভোজালি ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে যায় ওই ডাকাত দল। ইংরেজবাজার থানার পুলিশ সোমবার রাতে ডাকাতদল কে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ডাকাতদের নাম সঞ্জু শেখ ,সানাউল শেখ, নুর আহমেদ, রাহুল মন্ডল, এদের বাড়ি ইংরেজবাজার থানার বিবি গ্রাম, গয়েশপুর, বালুচর এলাকায়। দুটি ঘটনায় অভিযুক্তদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।