উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৩০ শে মার্চ ২০২২ : বুধবার : “মৃত্যুর পর নয়, মারা যাওয়ার আগেই বয়স্ক পিতা-মাতার প্রতি যত্নবান হোন”, এই স্লোগান সামনে রেখে ওদলাবাড়ির বিভিন্ন এলাকায় প্রচার চালালো ন্যাচার এন্ড অ্যাডভেঞ্চার নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থার সদস্যরা এদিন ওদলাবাড়ি শহরের দিলু পাড়া, বিধানপল্লী, খোচাবস্তি, সহ বিভিন্ন এলাকা জুড়ে মাইকিং ও পথসভা করে প্রচারাভিযান চালান। সংস্থার সম্পাদক সুজিত দাস বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক বাড়িতে বয়স্ক পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে ছেলেরা রেখে আসে। কেউ কেউ বাড়িতে পিতা বা মাতা থাকলেও সঠিক পরিচর্চা করেন না। মলমূত্র ত্যাগ করবে ভয়ে রাতে বয়স্কদের আহার দেন না। অথচ সেই পিতা বা মাতা মারা গেলে ঘটা করে শ্রাদ্ধ করে। ফটোর সামনে ধুপবাতি জ্বালিয়ে রাখে। এসব আচরণের সংশোধন করার তাগিদে আমরা এই প্রচারাভিযান শুরু করেছি। আমাদের স্লোগান, “মৃত্যুর পর নয়, মৃত্যুর আগেই বয়স্ক পিতা-মাতার প্রতি যত্নবান হন”। যে রকম কর্ম করবেন, সে রকম ফল পাবেন। সকল মানুষকে সচেতন করতেই এই প্রচার।