উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৩১ শে মার্চ ২০২২ : বৃহস্পতিবার : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার নতুন বিধবা ভাতা প্রাপক জেলাস্তরে সুবিধা প্রদান অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মালদা কলেজ অডিটরিয়ামে সরকারি ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত হয়েছিলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। জেলা শাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অমিতাভ মাইতি, মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হাসান, বিধায়ক নিহার ঘোষ, রহিম বক্সী প্রমূখ। এদিন নতুন বিধবা ভাতা প্রাপক জেলা স্তরে প্রায় ১৯ হাজার জনকে এই সুবিধার অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে জেলায় প্রায় ৫৫ হাজার মহিলাকে বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। নতুন করে বিধবা ভাতা প্রাপকদের অন্তর্ভুক্তি করায় জেলায় প্রাপক সংখ্যা মোট ৭৪ হাজারে দাড়ালো।