উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১ লা এপ্রিল ২০২২ : শুক্রবার : এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে মালদা জেলার পুকুরিয়া থানার কোকলামারি গ্রাম পঞ্চায়েতের বৈরগাছী গ্রামে। মৃত ব্যক্তির নাম নীরেন ঘোষ (৪৯)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মালদা শহরে এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে কোকলামারি বাজারে বাজার সেরে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা যখন হয়ে যায় পরিবারের লোকেরা সারারাত ধরে খোঁজাখুঁজি করে। আজ সকালে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে কালা পাহাড় এলাকায় জঙ্গলের মধ্যে তার গলাকাটা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় পুকুরিয়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এই বিষয়ে মৃতের দাদা জানান, গতকাল সকালে তার ভাই মালদা শহরে এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে কোকলামারি বাজারে বাজার করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু হঠাৎ সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও আমার ভাই বাড়িতে ফিরে না। আমরা রাতে আশেপাশে এলাকায় এবং আত্মীয়র বাড়িতে খোঁজাখুঁজি করি, তাতেও ভাইয়ের সন্ধান পাইনি। আজ সকালে প্রতিবেশীরা আমাদের খবর দেয় যে গলাকাটা এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে। তড়িঘড়ি আমরা সেখানে পৌঁছাই এবং মৃতদেহ শনাক্ত করি। দেখি যে আমার ভাইকে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে। আমরা পুলিশ-প্রশাসনের কাছে দাবী জানাই যারা এই ধরনের কাজ করেছে আমার ভাইয়ের সাথে তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে।