উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৩ রা এপ্রিল ২০২২ : রবিবার : প্রায় ১৭ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে মালদহের তিন যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। রবিবার উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল মালদহের হবিবপুরে অভিযান চালায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ ৭৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ধৃত আশিস মণ্ডল ও বিশ্বজিৎ মন্ডল মালদহের হবিবপুরের বাসিন্দা। সুজন মন্ডল এর বাড়ি আইহো এলাকায়। ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মালদহের এই তিন যুবকের নাম পায় উত্তর প্রদেশের পুলিশের সাইবারক্রাইম শাখা। এর পরেই মালদহে হানা উত্তরপ্রদেশ পুলিশ সাধারণ শাখার। ওই যুবকদের কাছ থেকে চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।