উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাস থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল।
জানা গেছে ধৃত যুবকের নাম রাহুল শেখ, বয়স ২৬, বাড়ি মালদা শহরের ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে ওই যুবক গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল। তার আগেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হবে।