উত্তরবঙ্গ নিউজ : মালদা : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : কালিয়াচক থানা এলাকার আলিপুর ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুরে দুই জারকিন তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় লিচু বাগান সংলগ্ন পাগলা নদীর পাশে কয়েকজন গ্রামবাসীর নজরে আসে দুটি জারকিন। তারা কালিয়াচক থানায় যোগাযোগ করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং নিশ্চিত করে জারগুলির মধ্যে রয়েছে শক্তিশালী তাজা বোমা। ইতিমধ্যেই বোমা উদ্ধারের ঘটনা জানাজানি হতেই চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ লক্ষ্মীপুরের বাসিন্দাদের মধ্যে। এদিকে ঘটনাস্থলে আসে সিআইডির বম্ব স্কোয়াড ও দমকল বাহিনীর কর্মীরা। তারপরেই সিআইডির বম্ব স্কোয়াডের কর্মীদের তৎপরতায় বোমাগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখে জানার চেষ্টা করছে কারা বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় লিচু বাগানের মধ্যে রেখে গেছে ।