উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ধূপগুড়ি : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : আবারও লোকালয় থেকে হরিণ উদ্ধার। সকাল প্রায় নয়টা নাগাদ বাড়ির ভেতরে হরিণ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড়আলতা জমাদার পাড়া সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন ওই এলাকার বিমলবাবুর বাড়িতে তার অনুস্পস্থিতে হঠাৎই বাড়ির বাথরুমে হরিণ দেখতে পায় তার পরিবারের লোকেরা পড়ে সেই হরিনকে তাড়া করতেই বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে। সেখানেই পরিবারের লোকেরা হরিণটিকে ধরে পাশের বাড়িতে রেখে বনদপ্তরকে খবর দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেই বাড়িতে ভিড় জমাতে শুরু করে হরিণ দেখতে আসা উৎসুক জনতা। কখনো বা চিতাবাঘ, কখনো হাতি, কখনো ক্যাঙ্গারু, কখনো অজগর আবার কখনো হরিণ, এভাবে বারবার করে বন্য পশুর লোকালয়ে আগমনে আতঙ্কিত প্রায় সকলেই। যদিও এদিন খুব শীঘ্রই বনকর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।