উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ৫ ই এপ্রিল ২০২২ : মঙ্গলবার : মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ির খুকশিয়া উদ্যান সংলগ্ন এলাকায় কামতাপুর অর্গানাইজ স্কুলগুলির শিক্ষকদের নিয়ে ময়নাগুড়ি ব্লক কমিটির কামতাপুর টিচার্স এসোসিয়েশন তৈরি করা হল।
জানা গেছে, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির অমিত পন্থীর নেতৃত্বে এই ব্লক কমিটি গঠন করা হয়। এদিনের এই ব্লক কমিটি গঠনে উপস্থিত ছিলেন, ময়নাগুড়ির কে.পি.পি.-র গড়েয়া শ্যামল রায়, কে.পি.পি.-র ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সদস্য সঞ্জয় রায়, কে.পি.পি.-র ভাষা একাডেমীর সদস্য সুরেশ চন্দ্র রায় সহ অন্যান্যরা। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির তরফে জানা গেছে, স্কুলগুলির উন্নয়ন করতে এবং সমস্ত শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে আসতে এই কমিটির গঠন। পরবর্তীতে কমিটির তরফ থেকে বিভিন্ন দাবী-দাবা আদায়ের জন্য আন্দোলনেও নামা হবে বলে জানা গেছে। পরবর্তীতে কে.পি.পি.-র উদ্যোগে বিভিন্ন জায়গায় কামতাপুর টিচার্স এসোসিয়েশনের কমিটিও গঠন করা হবে বলে জানা গেছে।