উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৮ ই এপ্রিল ২০২২ : শুক্রবার : ১ কেজি ৭৩ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল সিআইডি।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায় হানা দিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৭৩ গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের নাম রফিকুল মিঁয়া (২১) ও ফেরদৌস মিঁয়া (১৯)। ধৃতরা কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা। ধৃতদের আজ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।