উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ক্রান্তি : ২১ শে এপ্রিল ২০২২ : বৃহস্পতিবার : ধূপগুড়ি ব্লকের কদমতলা, শালবাড়ি ও শহর লাগোয়া এলাকায় স্কুল-কলেজের সামনের ১০০ গজের মধ্যে থাকা দোকানে তামাক জাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এদিন পুলিশ ও জেলা তামাক নিয়ন্ত্রণ ইউনিটের তরফে এই অভিযান চলে। এমনকি স্কুল সংলগ্ন বেশ কয়েকটি দোকানদারদের তামাক জাত দ্রব্য রাখার জন্যে জরিমানাও করা হয়েছে। এদিন তামাক জাত দ্রব্যের বিরুদ্ধে অন্যান্য এলাকাতেও এই ভাবে অভিযান চালানো হয়। জানা গেছে, স্কুল কলেজের ১০০ গজের মধ্যে তামাক জাত দ্রব্য বিক্রি করায় নিষেধাজ্ঞা রয়েছে। তবুও কিছু ব্যবসায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে তামাক জাত দ্রব্য বিক্রি করছিল। সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চলে এমনকি পরবর্তীতে নিষেধাজ্ঞা না মানলে আইননত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।