উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ক্রান্তি : ৬ ই মে ২০২২ : শুক্রবার : পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের ১১ বছর কর্মসূচি ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠিত হলো। ক্রান্তি ব্লক প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী লাটাগুড়ি হাই স্কুল থেকে শুরু করে লাটাগুড়ি বাজার হয়ে ক্রান্তি মোড়ে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরীতে সুসজ্জিত পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি ট্যাবলো মাধ্যমে প্রচার করা হয়। লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সরকারি সমস্ত প্রকল্পগুলি ট্যাবলো ছাড়াও ফ্লেক্স এবং ব্যানার এর মাধ্যমে প্রভাত ফেরীতে লক্ষ্য করা যায়।
ক্রান্তির বিডিও প্রবীর কুমার সিংহ জানালেন,পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী সকল প্রকল্প সকল স্তরের মানুষ যাতে পরিসেবা গ্রহণ করতে পারেন, তার জন্যই আজকে এই প্রভাত ফেরীর মাধ্যমে প্রচার। প্রভাত ফেরীতে সকল স্তরের মানুষ উপস্থিত হয়েছেন বলেও তিনি জানান। এদিনের অনুষ্ঠানে ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন জয়েন বিডিও রাজিব তরপদার, লাটাগুড়ি অঞ্চল প্রধান জগবন্ধু সেন, বিশিষ্ট সমাজসেবী করুণাময় চক্রবর্তী, শিক্ষা কর্মদক্ষ ক্ষিতিশ চন্দ্র সরকার, কৃষি কর্মদক্ষ আফিজুদ্দীন আহমেদ, শিক্ষক মিন্টু রায় প্রমূখ। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল স্তরের জনগণকে এই প্রভাত ফেরীতে পা মেলাতে দেখা যায়।