উত্তরবঙ্গ নিউজ : মালদা : ১৪ ই জুন ২০২২ : মঙ্গলবার : বাইক র্যালী শুরু করার আগেই সাংসদের বাইকের চাবি কেড়ে নিলেন পুলিশ আধিকারিক। বন্ধ করে দেওয়া হল বাইক র্যালী। মালদহের চাঁচল থানার সামসী এলাকার ঘটনা। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার সেবা, সুশাসন ও গরিব কল্যাণ সংকল্পে সামসী কলেজ গেট থেকে চাঁচলের মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত বাইক র্যালীর কর্মসূচি নেয় বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সংগঠন।
সেখানে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা। কর্মসূচিকে কেন্দ্র করে অনেক আগে থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। দুপুরে নির্দিষ্ট সময়ে সাংসদ বাইকে বসতেই সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকরা তার চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করে দেয়। কারণ হিসাবে তাঁরা জানিয়ে দেন এখন র্যালী করার মতো পরিস্থিতি রাজ্যের কোথাও নেই। মহামারীর পাশাপাশি রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক নেই। তাই এখন কোনো রকম মিছিল করা যাবে না।
যদিও সাংসদ পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন। এনিয়ে তিনি রাজ্য সরকারকেও দুষেছেন। তাঁর দাবি, কেন্দ্রের সরকারি প্রকল্পে এই রাজ্যে তৃণমূল নেতারা কোটি কোটি টাকা লুট করছে। এর বিরুদ্ধে তাঁরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেয়। অথচ দু’দিন আগেই এখানকার তৃণমূল বিধায়ক এখানে মিছিল করেছেন, সভা করেছেন। তাঁকে পুলিশ কোনও বাঁধা দেয় নি। পুলিশ শাসকদলের দলদাস। আগামীতে আমরা বৃহত্তর আকারে মিছিল করবো। যদিও এদিন বিজেপিয় কয়েকজন নেতা কর্মী র্যালী ছাড়াই চাঁচল মহকুমা শাসকের দপ্তরে স্মারক লিপি জমা করেছেন।
