উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ২০ শে অক্টোবর ২০২২ : বৃহস্পতিবার : আন্তর্জাতিক বালিকা দিবস হয়ে গেলেও এখনো সেই প্রচার চলছে বিভিন্ন চাবাগানে।
মাল ব্লকের সোনালী চা বাগানে পালিত হল আন্তর্জাতিক বালিকা দিবস। একশন এইড এসোসিয়েট কতৃক পরিচালিত ও মালবাজার ব্লক প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন মাল ব্লক ওয়েলফেয়ার অফিসার ডলি লেপচা, বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্তাসিয়া খেস ও অঙনওয়ারী কর্মীরা। সংস্থার জেলা কো-অর্ডিনেটর সন্ধ্যা ছেত্রী ও ব্লক কো-অর্ডিনেটর পুজা শর্মা বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগানের মানুষকে সচেতন করার কাজে অগ্রনী ভূমিকা নিয়েছেন।
এদিন চাবাগানের শ্রমিকদের বোঝানো হয়, বাগানের ছোট ছোট ছেলে মেয়েদের কাজে না পাঠাতে। তারা যেন স্কুলে যায়, পড়াশুনা করে। এর পর চা-বাগানের শ্রমিক পরিবারের ছেলে-মেয়েরা নৃত্য পরিবেশন করে। এরপর হয় কুইজ প্রতিযোগিতা। বিষয় ছিল নারীর ক্ষমতা, সাধারন জ্ঞান ও সরকারী পরিকল্পনা। এরপর র্যালী বের হয়, যেখানে বালিকারা শ্লোগানের মাধ্যমে এখন তাদের অধিকার ও ভবিষ্যত সম্বন্ধে আওয়াজ তোলে। বাল্য বিবাহ বন্ধ করা, শিশু বালিকা পাচার, শিশু শ্রম বন্ধ করা নিয়ে চা-বাগান এলাকায় পদযাত্রা হয়।