উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ওদলাবাড়ি : ৫ই এপ্রিল ২০২৩ : বুধবার : বেশ কয়েকদিন যাবৎ একটি বাদর উপদ্রব চালাচ্ছে ওদলাবাড়ি বাজার এলাকায়। কখনো সবজি বাজারে ঢুকে সবজি নষ্ট করছে। কখনও বিভিন্ন দোকানে ঢুকে খেয়ে নিচ্ছে বিস্কুট, চিপস। অন্যদিকে বিভিন্ন গাড়িতেই উঠে পড়ছে বাদরটি।
বাদরের অত্যাচার থেকে রেহাই পেতে বনদপ্তর কে খবর দেওয়া হয়। মালবাজার ওয়াইল্ড লাইফের কর্মিরা এসে জালের সাহায্যে বাদরটিকে ধরার অনেক চেষ্টা করে কিন্তু বাদরটি বন কর্মিদের দেখতেই গাছের ওপর এবং বিভিন্ন দোকানের ছাদে উঠে পড়ছে। যার ফলে বন কর্মিরা অনেক চেষ্টার পরেও বাদরটিকে ধরতে পারে নি। আর এতেই চিন্তিত ব্যাবসায়ীরা। বাধ্য হয়ে বন কর্মিদের ফিরে যেতে হয়।
