উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : মালবাজার : ৬ ই মে ২০২৩ : শনিবার : শোবার ঘরের টিনের চাল থেকে উদ্ধার অজগর।
সাড়ে ৪ ফুট লম্বা অজগর উদ্ধার। শোবার ঘরের টিনের চাল থেকে প্রথমে শুধু ঝুলে থাকা লেজটুকুই দেখতে পেয়েছিলেন মালা টোপ্পো নামে মালবাজার মহকুমার নাগরাকাটার স্কুল পাড়ার এক মহিলা। এরপরই ফোঁসফোঁস শব্দ শুনে তিনি বুঝতে পারেন সেটি একটি সাপ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে নাগরাকাটার সর্পপ্রেমী যুবক সৈয়দ নইম বাবুন ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে, সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। পরে অজগরটিকে বন দপ্তরের হাতে তুলে দেন বাবুন। বন দপ্তরের খুনিয়া বন্য প্রাণ শাখার রেঞ্জার সজল দে বলেন, অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।