উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৫ শে মে ২০২৩ : বৃহস্পতিবার : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বন দফতর এবং ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হল। এদিন ময়নাগুড়ি শহরের এক বেসরকারি স্কুলের কচি কাচাদের নিয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন বন দফতরের রেঞ্জার, পরিবেশ প্রেমী সংগঠনের কর্মকর্তা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন মূলত, গাছের প্রয়োজনীয়তা, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, প্লাস্টিক জাত দ্রব্য ব্যবহার করলে কি ক্ষতি হয় এই বিষয় নিয়ে সচেতন করা হয়। এছাড়াও সমাজে সাপেরদের ভূমিকা এবং কোন সাপ বিষধর, কোনটি নির্বিষ এই বিষয় নিয়েও আলোচনা করা হয়।