উত্তরবঙ্গ নিউজ : জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২৫ শে এপ্রিল ২০২৪ : বৃহস্পতিবার : ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রচন্ড গরমে গাড়ির চালকসহ পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ।
ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে, ময়নাগুড়ি ট্রাফিক মোড় সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গাড়ির চালকদের এবং পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় তুলে দিলে তাদের হাতে। ঠান্ডা পানিও পেয়ে পথ চলতি মানুষ এবং বিভিন্ন গাছ চালকেরা খুশি ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগে। ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের ওসি ভয়েস শুব্বা, আমাদের জানান, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তাই আমরা শুধু আজকেই নয়, গরম কালে বিভিন্ন সময় ময়নাগুড়ির বিভিন্ন জায়গায় এই ধরনের ঠান্ডা পানীয় বিতরণের ক্যাম করে থাকি, আগামীতেও করবো বলে তুমি জানান। এদিন এই ঠান্ডা পানীয়র মধ্যে ছিল লেবু জল, ও আর এস, সহ অন্যান্য ঠান্ডা পানীয়।