উত্তরবঙ্গ নিউজ : কোচবিহার : চ্যাংড়াবান্ধা : ২৯ শে মে ২০২৪ : বুধবার : (সংবাদ দাতা – অভিজিৎ বর্মন ) : শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের সাব সেন্টার মেখলীগঞ্জ ভিশন সেন্টারের পক্ষ থেকে এবং মেখলীগঞ্জ আরবান হেলথ ওয়েলনেস সেন্টারের উদ্যোগ ও সহযোগিতায় মেখলীগঞ্জ আরবান হেলথ সেন্টার ভবনে শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত শিশু ও বালক-বালিকাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে তাদের চশমা প্রদান হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলীগঞ্জ ভিশন সেন্টারের সি. এইচ. এম দুলাল দাস, মেখলীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিবর্গ।