জলপাইগুড়ি : ময়নাগুড়ি : ২রা মে ২০২০, শনিবার : ময়নাগুড়ি নন্দন কানন মাঠের পাশে শনিবার ফিনিক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিলি করা হলো। শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রায় ৭৫ জনকে এই সামগ্রী তুলে দেন তারা। তারা এদিন চাল, ডাল এবং বিভিন্ন ধরনের শাক সবজি তুলে দেন। সংগঠনের তরফে জানানো হয়, “ময়নাগুড়ির বুকে ফিনিক্স বহু দিন থেকেই কাজ করে আসছে। সব সময় অসহায় মানুষদের সেবায় যুক্ত থেকেছে ফিনিক্স। তাই আজকেও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিলি করা হলো।”